জেলা প্রতিনিধি
২৪ জুলাই ২০২৫, ০৬:২৮ পিএম
মব কালচার মানুষের মধ্যে ভয় আর আতঙ্ক তৈরি করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী সতর্ক করে বলেন, ‘আবারও নানা ফাক-ফোকর দিয়ে, নানা ছিদ্র পথ দিয়ে গণতন্ত্রবিরোধী সর্বনাশা শক্তির পুনরুত্থান ঘটতে পারে, এ জন্য যা কিছু করা প্রয়োজন, এই মুহুর্তেই করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এক কোটি সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহের লক্ষ্যে বিএনপি দেশব্যাপী কাজ করছে। সৎ, যোগ্য ও সমাজে সুনামসম্পন্ন ব্যক্তিদেরই দলে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের জন্য দলের দরজা খোলা থাকবে।’
জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সদস্যসচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, জাসাসের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন।
এর আগে রুহুল কবির রিজভী এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন।
এএইচ