images

রাজনীতি

রাতেই হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই ২০২৫, ০১:১৮ এএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

বুধবার (২৪ জুলাই) রাতেই তাকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার কথা রয়েছে।

রাত ১টার পর বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে জানানো হয়, কিছুক্ষণের মধ্যেই এভারকেয়ার হাসপাতালের দিকে রওয়ানা করবেন বিএনপি চেয়ারপারসন। 

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে। তার চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে সম্পন্ন হবে।

সূত্রে জানা গেছে, খালেদা জিয়া কিছুটা অসুস্থতা বোধ করায় রাতেই তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে আবার তিনি রাতেই বাসায় ফিরতে পারেন।  

গত বছরের ১২ সেপ্টেম্বর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল থেকে বাসায় আসেন ১৮ সেপ্টেম্বর। পরে লন্ডনে চিকিৎসার জন্য যান গত ৭ জানুয়ারি। দেশে ফিরেন ৬ মে। এরপর আরও একবার তিনি এভারকেয়ারে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে এসেছেন। আজ দ্বিতীয়বারের মতো যাচ্ছেন। 

জেবি