জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ জুলাই ২০২৫, ০৯:৫২ পিএম
কয়েক ঘণ্টা হাসপাতালে চিকিৎসাধীন থেকে বাসায় ফিরলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে তিনি হাসপাতাল থেকে হেঁটে বের হন।
এসময় জামায়াত আমির আফসোসের সুরে বলেন, ‘আল্লাহর ইচ্ছায় জাতির জন্য মনের কথাগুলোর পুরো বলতে পারিনি।’
আরও পড়ুন: হাসপাতালে জামায়াত আমিরের শয্যা পাশে মির্জা ফখরুল
তিনি বলেন, ‘দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। লড়াইয়ের মাধ্যমে দুর্নীতি বিতাড়িত করতে হবে। এটা সকল দলের জন্য প্রয়োজন। দেশ দুর্নীতি মুক্ত না হলে কোনো কিছুই সঠিকভাবে সম্ভব হবে না।’
এরপর যারা তার অসুস্থতার জন্য উদ্বেগ জানিয়েছেন, তাদের ধন্যবাদ জানিয়ে বাসার উদ্দেশে রওনা দেন জামায়াত আমির।
আরও পড়ুন: অসুস্থ হয়ে পড়ায় বসেই বক্তব্য দিলেন জামায়াত আমির
এর আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ‘আমির এখন শারীরিকভাবে সুস্থ। আশা করা যাচ্ছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাসায় ফিরে যেতে পারবেন।’

শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান।
তা সত্ত্বেও কয়েক সেকেন্ড পরই তিনি মঞ্চে বসেই বক্তব্য দেওয়া শুরু করেন এবং কয়েক মিনিট কথাও বলেন। আগামী নির্বাচন জিতলে কী করবে তার দল, সে ব্যাপারে দেন নানা প্রতিশ্রুতি।
আরও পড়ুন: আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির
বক্তব্য শেষ হওয়ার পরই জামায়াত আমিরকে ধানমণ্ডির শংকরের ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ৮টা দিকে সেখানে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। জামায়াত নেতাদের মধ্যে ছিলেন- দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার ও সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বিইউ/এএইচ