জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ জুলাই ২০২৫, ০৭:৫৪ পিএম
মঞ্চে বক্তব্য দেওয়ার মুহূর্তে অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে যান তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক অনুষ্ঠান শেষে বিএনপি মহাসচিব জামায়াত আমির হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন।
এদিকে জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ থেকে জানানো হয়, দলের আমিরের প্রেশার, সুগার লেভেল ঠিক আছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে দলটি।
এর আগে শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন দলটির আমির ডা. শফিকুর রহমান।
তা সত্ত্বেও কয়েক সেকেন্ড পরই তিনি মঞ্চে বসেই বক্তব্য দেওয়া শুরু করেন এবং কয়েক মিনিট কথাও বলেন।
বিইউ/এএইচ