নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২৫, ০৫:০৭ পিএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই মাসের মধ্যেই অভ্যুত্থানের শহীদ-গাজীদের স্বীকৃতি দিয়ে জুলাই ঘোষণাপত্র দিতে হবে।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ তিনি এ কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, শিক্ষা ছাড়া একটি দেশ কখনোই আগাতে পারে না। গত ১৬ বছরে শিক্ষাঙ্গনকে অস্ত্র ও মাদকের কারখানা বানানো হয়েছে। অথচ জুলাই পরবর্তীতে এ সরকার শিক্ষা সংস্কারে কোনো কমিশন করেনি। এটা লজ্জার। অবিলম্বে শিক্ষা সংস্কারে কমিশন গঠন করতে হবে।
শিবির সভাপতি বলেন, প্রয়োজনে আবার জুলাই ফিরে আসবে। কিন্তু কোনো ফ্যাসিবাদের হাতে বাংলাদেশকে তুলে দেব না।
এসময় সব ষড়যন্ত্র মোকাবিলা করে দ্রুত সব ক্যাম্পাসে ছাত্রসংসদ নির্বাচনের আয়োজন করার আহ্বান জানান তিনি।
এমআই/এমএইচটি