নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২৫, ০২:৩৮ পিএম
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছে ‘ন্যাশনাল ডক্টরস ফোরাম’।
শনিবার (১৯ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এ সেবা কার্যক্রম ছড়িয়ে পড়েছে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শাহবাগ, টিএসসি, কাকরাইল, মৎস্য ভবনসহ রাজধানীর ১৫টি স্থানে স্থাপন করা হয়েছে এই মেডিকেল ক্যাম্পগুলো। প্রতিটি ক্যাম্পে দায়িত্ব পালন করছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।
তারা সমাবেশে আসা মানুষদের প্রাথমিক চিকিৎসা, রক্তচাপ ও রক্তে চিনি (সুগার) পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ প্রদান করছেন।
মৎস্য ভবন মোড়ের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিতে থাকা ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের রেসিডেন্ট ফিজিশিয়ান ডা. জাহিদুল ইসলাম বলেন, বড় সমাবেশে অনেক মানুষ একত্রিত হন। এতে গরম ও রোদের কারণে পানিশূন্যতা, উচ্চ রক্তচাপ, মাথাব্যথা, অজ্ঞান হয়ে পড়া কিংবা অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। এসব ঝুঁকি বিবেচনায় নিয়েই আমাদের এই সেবামূলক উদ্যোগ।
তিনি আরও বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের মেডিকেল ক্যাম্পগুলো চালু থাকছে। শুধু জামায়াতের নেতাকর্মীরা নয়, আশপাশের সাধারণ মানুষও চাইলে এই ফ্রি সেবা নিতে পারছেন।
দীর্ঘদিন পর জামায়াত ইসলামীর এমন বৃহৎ সমাবেশে রাজধানীর শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকাগুলো জনসমুদ্রে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা লাখো নেতাকর্মী এতে অংশ নিয়েছেন।
স্বাস্থ্যসেবা কেন্দ্রিক এই উদ্যোগ জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেওয়া মানুষদের জন্য বিশেষ সহায়ক ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এমআই/ইএ