images

রাজনীতি

মিছিলে মিছিলে সমাবেশে যোগ দিচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই ২০২৫, ১১:১৭ এএম

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে আসছেন দলটির নেতাকর্মীরা।

জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে উত্তেজনা বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। সকাল থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে ঢাকামুখী হচ্ছেন দলটির নেতাকর্মীরা। রাজধানীর প্রবেশমুখ, গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে দেখা গেছে ছোট-বড় মিছিল।
দেশের উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চল, নদী পথ ও রেলপথে আগত নেতাকর্মীরা নির্দিষ্ট স্টপেজ নেমে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী মাঠের দিকে এগিয়ে যাচ্ছেন।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর ফার্মগেট, শাহবাগ, চানখারপুল এলাকায় জামায়াতের এসব মিছিল দেখা গেছে। 

জামায়াতের দাবি, সুষ্ঠু নির্বাচন ও জুলাই সনদসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এই সমাবপশের আয়োজন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে সমাবেশস্থল ও আশপাশের এলাকায়।

10

প্রথম বারের মতো সোহরাওয়ার্দীতে জামায়াতের একক সমাবেশটিতে সভাপতিত্ব করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বেলা ২টায় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে সকাল ১০টার পর থেকেই বক্তব্য রাখছেন জেলা ও ঢাকা মহানগর পর্যায়ের নেতারা। চলছে সাংস্কৃতিক পরিবেশনাও।

জামায়াত নেতারা জানান, স্বাধীনতার পর গত ৫৪ বছরে আমরা নানা নির্যাতনের শিকার হয়েছি, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার হারিয়েছি। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তনের পর বাকস্বাধীনতা ও রাজনৈতিক স্বাধীনতা যতটুকু ভোগ করছি, তারই ধারাবাহিকতায় আমাদের জাতীয় সমাবেশ। 

এমআর/এএস