images

রাজনীতি

কখন কোথায় থেকে ছাড়বে জামায়াতের ভাড়া করা লঞ্চ-ট্রেন

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ জুলাই ২০২৫, ০৩:৫৫ পিএম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো বড় ধরনের জাতীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠিতব্য এ সমাবেশে দেশজুড়ে নেতাকর্মীদের ঢাকায় আনতে ট্রেন, লঞ্চ ও বাসসহ বিভিন্ন পরিবহন ভাড়া করেছে দলটি।

জামায়াত সূত্র জানায়, সমাবেশে অংশ নিতে চারটি রুটে মোট চার জোড়া রিজার্ভ ট্রেন চলবে। চট্টগ্রাম, রাজশাহী, সিরাজগঞ্জ ও ময়মনসিংহ রুট থেকে এসব ট্রেন ঢাকায় আসবে এবং সমাবেশ শেষে নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে।

বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠি থেকে জানা গেছে, রাজশাহী থেকে একটি বিশেষ ট্রেন শুক্রবার দিবাগত রাত ১টায় ছেড়ে শনিবার সকাল ৬টায় ঢাকায় পৌঁছাবে। একই ট্রেন শনিবার রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে রোববার রাত ১টা ১৫ মিনিটে রাজশাহীতে পৌঁছাবে। ট্রেনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহরোড স্টেশনে যাত্রাবিরতি করবে।

এই বিশেষ ট্রেন পরিচালনায় ‘মধুমতি এক্সপ্রেস’-এর রেক ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের সিএমই (রাজশাহী) এ বিষয়ে সম্মতি দিয়েছেন বলে জানানো হয়।

Train

একইভাবে সিরাজগঞ্জ থেকে চলাচলকারী ৭৭৫/৭৭৬ নম্বর ট্রেনটি শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জ বাজার থেকে ছেড়ে সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে রাত ১১টা ৫৫ মিনিটে ছেড়ে রোববার ভোর ৩টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ বাজারে পৌঁছাবে।

ময়মনসিংহ রুটে এক জোড়া বিশেষ ট্রেন চালানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের উপ-পরিচালক (টিটি) মো. খায়রুল কবির। চট্টগ্রাম রুটে শুক্রবার রাতে একটি ট্রেন ছেড়ে শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে এবং সমাবেশ শেষে শনিবার রাতেই ফিরে যাবে।

এছাড়া বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় আসার জন্য বড় লঞ্চ ভাড়া করেছে জামায়াত। যা শুক্রবার রাতে ছাড়বে। এসব লঞ্চে সমাবেশের ব্যানারও টানানো হয়েছে। পাশাপাশি অন্তত ১০ হাজার বাস প্রস্তুত রাখা হয়েছে বলেও জানা গেছে।

দলের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, এবারের জাতীয় সমাবেশে ১০ লাখের বেশি লোকের উপস্থিতি হবে। তাই পরিবহন ব্যবস্থাপনা থেকে শুরু করে আয়োজন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী।

টিএই/এএইচ