images

রাজনীতি

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই ২০২৫, ০৩:৩৫ পিএম

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১৬ জুলাই) বিকেল তিটার দিকে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ওই ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। অনেকে ফেসবুকে লাইভও দিয়েছেন। 

একটি ভিডিওতে দেখা যায়, নিক্ষিপ্ত ককটেলটি এনসিপির কার্যালয়ের সামনের মূল সড়কের এক পাশে পড়ে আছে। তবে সেটি এখনো বিস্ফোরিত হয়নি। ককটেলটি দেখতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। তবে ভয়ে কেউ কাছে যাচ্ছেন না।

এদিকে পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত আছেন। তবে তারা কিছু বলছেন না। তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে এলে তারপর এ বিষয়ে বিবৃতি দেবেন বলে জানানো হয়েছে। 

এর আগেও বেশ কয়েকবার এনসিপির এই কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এমনকি কিছুদিন আগে দলের সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করা হয়েছে। তবে তিনি অল্পে রক্ষা পান।

এএইচ