নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০২ এএম
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল।
সোমবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
কাজী শাহ আলম রাজাকে আহ্বায়ক এবং মো. কামরুল জামানকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মো. সুমন ভূঁইয়াকে আহ্বায়ক এবং মো. বদরুল আলম (সবুজ)-কে সদস্য সচিব করে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান এই কমিটি অনুমোদন করেছেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিশেষ আগ্রহে ১৯৭৯ সালের ৩ সেপ্টেম্বর শ্রমিক দল গঠন করা হয়।
এমই/জেবি