জ্যেষ্ঠ প্রতিবেদক
১৪ জুলাই ২০২৫, ০৮:৫২ পিএম
বিএনপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না দাবি করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বিএনপি একটি জনপ্রিয় দল, এই দলকে দেশের জনগণ ভালোবাসে। এই দলকে সহজে জনগণের মন থেকে উঠিয়ে ফেলা যাবে না যত ষড়যন্ত্রই করেন।’ একইসঙ্গে তিনি বিএনপিকে নিয়ে বিষোদগারের অভিযোগ তুলে জামায়াত ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের তীব্র সমালোচনা করেছেন। জামায়াত ব্যবসায়ী গ্রুপের কাছ থেকে টাকা নেয় বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা।
সোমবার (১৪ জুলাই) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি উত্তর-দক্ষিণের যৌথ উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার এবং মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে লালচাঁদ সোহাগকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল হয়। মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘একটি কথা না বললেই নয়, এক লোক (চরমোনাইয়ের পীর রেজাউল করীম) এক লোকের দল… আমি নামটা তার বলতে চাই না।ওই লোকটি এবং তার দল (ইসলামী আন্দোলন, বাংলাদেশ) যারা বলছে, শ্লোগান দিচ্ছে, আওয়ামী লীগ গেছে যেই পথে বিএনপি যাবে সেই পথে। আরে বেটা এত সহজ নাকি এটা… এতোই সহজ। আমাদের কোথাও যাওয়ার রাস্তা নাই। এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা। এই লোকটি এবং তার দলবল বিএনপিকে এখন সহ্য করতে পারছে না, কিন্তু আওয়ামী লীগকে ঠিক সহ্য করতেন।’
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘২০১৩ সালে শাপলা চত্বরে যখন হেফাজতে ইসলামের সমাবেশের ওপরে হামলা করা হয়েছিল এই চরমোনাইয়ের পীর সাহেব কোথায় ছিলেন? উনি কি মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছিলেন? দাঁড়ায় নাই।কে দাঁড়িয়েছে? বিএনপি দাঁড়িয়েছে?’
জামায়াতে ইসলামের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আর একটি দল লম্বা লম্বা কথা ছাড়া সুকৌশলে চাঁদা নেয়া ছাড়া, সুকৌশলে হাদিয়া নেয়া ছাড়া কোনো কাজ নাই। টাকা নিয়েছেন বসুন্ধরার কাছ থেকে, টাকা নিয়েছেন সিটি গ্রুপের কাছ থেকে… আরও কোন কোন গ্রুপের কাছ থেকে টাকা খান আমাদের জানা আছে… সব কিছুর হিসাব হবে।গায়ের জোরে কথা বলেন। নিজের পায়ে জোর নাই। এরশাদের সময়ে এরশাদের কাঁধে ভর করেন, আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের কাঁধে ভর করেন, বিএনপির সময়ে বিএনপির কাঁধে ভর করেন… লম্বা লম্বা কথা বলেন। এখন বিএনপি ওদের একমাত্র মাথা ব্যথা…বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে উনার রাজত্ব করতে পারবেন। তারা তারেক রহমানকে সহ্য করতে পারছে না। কেনো লাভ নাই। তারেক রহমান তার সুযোগ্য নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’
মির্জা আব্বাস বলেন, ‘আরেকটা আছে যে কী বলে বাংলাদেশ চিলড্রেন্স পার্টি… এই চিলড্রেন্স পার্টির অনেকে এখন তারেক রহমান সম্পর্কে কথা বলেন, জিয়াউর রহমান সম্পর্কে কথা বলেন। আরে ভাই তোমাদের দাদাও তো জিয়াউর রহমানকে চিনে… কী সমস্ত কথা বলে এরা। এখন এই সমস্ত লোকের কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নাই।’
বিইউ/এমএইচটি