images

রাজনীতি

ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই ২০২৫, ১০:২৪ পিএম

পিটিয়ে ও পাথর দিয়ে নিষ্ঠুরভাবে পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে ঢাকা কলেজ ছাত্রদল।

শনিবার (১২ জুলাই) দুপুরে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে হলপাড়ায় এসে সমাবেশ পালন করেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. পিয়াল হাসান ও সদস্যসচিব মো. মিল্লাদ হোসেন। 

এছাড়া উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রাকিব, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন জেমিন, যুগ্ম আহ্বায়ক (দপ্তর) সোয়াইব আহমেদ সজিব, কলেজ ছাত্রদলের সদস্য খাইরুল ইসলাম খোকন ও ইনজামুল হক ইমন প্রমুখ।

এসময় নেতাকর্মীরা ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও, বিচার বিচার চাই, সোহাগ হত্যার বিচার চাই, মানুষ মরে উল্লাস করে, ইন্টেরিম কী করে, সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও, লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, এই লড়াই জিতবে কারা, শহীদ জিয়া সৈনিকেরা’, ইত্যাদি স্লোগান দেন।

DC2

মিল্লাদ হোসেন বলেন, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা কোনো দলের নয়, তাদের পরিচয় তারা খুনি। খুনিরা কোনো আদর্শের হতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই খুনিদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।

তিনি আরও বলেন, অভ্যুত্থানের এক বছর হয়ে যাচ্ছে, তবুও এই সরকার মব নিয়ন্ত্রণ করতে পারছে না। যারা মব সৃষ্টি করছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।

পিয়াল হাসান বলেন, বিগত ১৭ বছর আমরা যেমন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চেয়ে এসেছি, জুলাই-আগস্ট আান্দোলন পরবর্তী সময়েও আমরা প্রতিটি হত্যার বিচার চাই। রাজপথ আমরা সরব থেকেছি এবং প্রতিবাদ জানিয়েছি। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই। পুরান ঢাকার ব্যবসায়ী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থাগ্রহণ করুন এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসুন।

তিনি আও বলেন, যে বা যারা অন্যায় করবে, তাদেরকে আইনের হাতে তুলে দেবেন। সেইসঙ্গে কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। আমরা চাই, এই দেশ চলবে আইন অনুযায়ী এবং রাষ্ট্রের সকল নাগরিক নিরাপদ থাকবে। সবাই সবার অধিকার ভোগ করবে, এজন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

এসএইচ/এএইচ