images

রাজনীতি

থাইল্যান্ড সফরে যাচ্ছেন জাপা চেয়ারম্যান-মহাসচিব

নিজস্ব প্রতিবেদক

২১ জুন ২০২২, ০৪:১৩ পিএম

যৌথ সফরে থাইল্যান্ড যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। আগামী ২৩ জুন দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তারা।

মঙ্গলবার (২১ জুন) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ জুন (বৃহস্পতিবার) দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের বিমানযোগে (টিজি-৩২২) ব্যাংককের উদ্দেশে হযরত শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। দেশটিতে সফরকালে তিনি ব্যাংককের ওয়েস্টিন গ্র্যান্ড সুকুমভিত হোটেলে অবস্থান করবেন।

এতে আরও জানানো হয়েছে, সফরে জিএম কাদেরের সঙ্গী হিসেবে থাকবেন জাপার মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ও তাঁর সহধর্মিণী। এছাড়া অন্যদের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ ও বিরোধী দলীয় উপনেতার সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট আবু তৈয়বও এই সফরে সঙ্গী হবেন।

সফর শেষে আগামী ২৭ জুন (সোমবার) জাপা চেয়ারম্যান-মহাসচিবসহ অন্যদের দেশে ফেরার কথা রয়েছে।

টিএই/আইএইচ