images

রাজনীতি

তৃণমূলের মতামতে দল শক্তিশালী করতে চান জাপার নতুন মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৭ জুলাই ২০২৫, ০৮:৫৭ পিএম

জেলা উপজেলা ঘুরে তৃণমূলের মতামত নিয়ে শক্তিশালী নতুন জাতীয় পার্টি গড়ার পরিকল্পনার কথা জানালেন নবনিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি।

সোমবার (৭ জুলাই) বিকেলে চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এসব কথা বলেন তিনি। তিনি দলের কার্যক্রম পরিচালনায় নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

এসময় প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম মহাসচিব হেলাল উদ্দিন, তরুণ পার্টির জিয়াউর রহমান মোড়ল প্রমুখ উপস্থিত থাকলেও দলের শীর্ষ নেতাদের দেখা যায়নি। 

নবনির্বাচিত মহাসচিব পাটোয়ারি বলেন, ‘দলের মহাসচিব নিযুক্ত করায় আমি চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞ। তৃণমূলকে সঙ্গে নিয়ে তাদের মতামতে দলকে সাজাতে চাই। একইসঙ্গে আমাদের হারানো নির্বাচনী আসন পুনরুদ্ধার করবো।’

পাটোয়ারি বলেন, ‘আমি জেলা ও বিভাগীয় পর্যায়ে যাবো। যে উপজেলা পদ্ধতি এরশাদ প্রবর্তন করেছিলেন সেই উপজেলা পর্যায়ে জাতীয় পার্টিকে রিভাইব করবো। সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটা নতুন জাতীয় পার্টি গড়ে তুলে সুন্দর বাংলাদেশ গঠনে দৃঢ প্রত্যয়ে এগিয়ে যাবো।’

এর আগে বিকেলে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারিকে জাতীয় পার্টির মহাসচিব নিযুক্ত করা হয়। দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রের বিশেষ ক্ষমতাবলে এই নিয়োগ দেন।

এদিকে মহাসচিব পাল্টানোর পরপর বিদায়ী মহাসচিবসহ দলের শীর্ষ তিন নেতাকে বহিষ্কার করেছেন চেয়ারম্যান। এতে দলটির সংঘাত নতুন মোড় নিয়েছে। বারবার ভাঙনের মুখে পড়া জাতীয় পার্টি আরেক দফা ভাঙনের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিইউ/জেবি