জ্যেষ্ঠ প্রতিবেদক
০১ জুলাই ২০২৫, ০৫:১৪ পিএম
১১ মাস পর ফের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের নেতারা। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।
এদিন দুপুরে এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি জানান, মতবিনিময় সভায় দুই রাজনৈতিক দলের কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা অংশ নেবেন।
সভা শেষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সেখানে সাংবাদিকদের সামনে মতবিনিময় সভার বিভিন্ন দিক তুলে ধরা হবে।
এর আগে গত বছরের ১১ আগস্ট জামায়াত নেতাদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল।
সেসময় জামায়াতের পক্ষে দলের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
অন্যদিকে গণঅধিকার পরিষদের পক্ষে সভায় উপস্থিত ছিলেন দলটির সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানসহ শীর্ষ নেতারা।
টিএই/এএইচ