জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ জুন ২০২৫, ০৮:০২ পিএম
বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তরের আংশিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মশিউর রহমান জিসান, সাধারণ সম্পাদক মো. সালমান হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক তাসনিম বিন আজিজকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৩০ জুন) বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় আহ্বায়ক সাইফুল ইসলাম এবং সদস্য সচিব হাসিব খান রাফি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
মশিউর রহমান জিসান বলেন, আমাকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা ঢাকা মহানগর উত্তর আওতাধীন প্রত্যেকটি থানা এবং ওয়ার্ডে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের বার্তা পৌঁছে দেব। আওতাধীন সকল ইউনিটকে ছাত্র সমাজ এর ঘাঁটিতে পরিণত করব ইনশাআল্লাহ।
বিইউ/এফএ