জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ জুন ২০২৫, ০৪:০০ পিএম
কয়েক মাস ধরে ব্যাপক আলোচনা-সমালোচনায় থাকা ‘মব জাস্টিস’-এর জন্য বর্তমান সরকার ও প্রশাসনকে দায়ী করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমদ।
শুক্রবার (২৭ জুন) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পর মুসলিম ভূখন্ডে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।
জালাল উদ্দিন আহমদ বলেন, ‘ইদানিং আমাদের দেশে মব জাস্টিস শুরু হয়ে গেছে। আমরা এর বিরুদ্ধে। আমরা এই মবকে অস্বীকার করি, তীব্র নিন্দা করি। এই মব জাস্টিসের জন্য সরকারও দায়ী। কারণ যারা আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর ছিল, তাদেরকে গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয়েছে। তাই জনগণ তাদের ধরে ধরে আইনের হাতে তুলে দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, সরকার যদি আওয়ামী দোসরদের গ্রেফতার করতো, তাহলে এই মব জাস্টিস তৈরি হতো না। এর জন্য সরকার ও প্রশাসন দায়ী। পরিষ্কার করে বলি, আমরা মব জাস্টিস সমর্থন করি না।’

বর্তমান প্রশাসনের উদ্দেশে জালাল উদ্দিন আহমদ বলেন, ‘প্রশাসনকে বলব, আপনারা কর্তৃত্ববাদী হোন, শক্তিশালী হোন, মব জাস্টিসে জড়িতদের এবং চাঁদাবাজ, রংবাজদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন।’
বাংলাদেশ খেলাফতের মজলিসের মহাসচিব বলেন, ‘মাত্র ১২ দিনের যুদ্ধে ইসরায়েল লেজ গুটিয়ে পালিয়ে গেছে। এজন্য আমরা ইরানকে সাধুবাদ জানাই। ইরানের মতো এমন হামলা করে ইসরায়েলকে মুছে ফেলতে হবে।
পাশাপাশি তিনি আরব রাষ্ট্রের সকলকে এক যোগে হামলা করে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার আহ্বান জানান। পাশাপাশি শাপলা চত্বরে নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতিও আহ্বান জানান।

তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের জন্য ভাতা নির্ধারণ করা হয়েছে। আমরা সরকারকে পরিষ্কার বলতে চাই, ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের কর্মীরা জীবন দিয়ে আন্দালন করেছিল। ২০২৪-এ এসে সেই আন্দোলনে বিজয় লাভ করেছে। তাই আমার দাবি হলো, যেভাবে জুলাই যোদ্ধাদের ভাতা নির্ধারণ করা হয়েছে, আহত-নিহতদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, ঠিক সেভাবে ২০১৩ সালে শাপলা চত্বরের শহীদদের পরিবারদেরকেও অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে।’
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আরও বলেন, ‘আগামী নির্বাচনে ইসলামী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। তাই নির্বাচনের আগে সকল ইসলামী দল ও মতের লোককে ঐক্যবদ্ধ করে নির্বাচনে অংশগ্রহণ করব, ইনশাআল্লাহ।’

সমাবেশে ঢাকা উত্তরের সভাপতি সাখাওয়াত হোসেন রাজির সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল্লাহ হাদী।
তারা বলেন, বিশ্বে জারজ রাষ্ট্র হলো ইসরায়েল। তারা যুদ্ধ বন্ধ করে ইরানের কাছে পরাস্ত হয়েছে। ইসরায়েলের মতো যারা সন্ত্রাসী আছে, তারা মুসলিমদের ওপর হামলা করে উস্কে দিতে চায়।
এসময় বক্তারা সরকারকে মুজাহিদ বাহিনী গঠন করে আল আকসা উদ্ধারের জন্য আহ্বান জানান।
এমআইকে/এএইচ