images

আইন-আদালত

অন্তর্বর্তী সরকারের সময় মামলা দায়েরের চেয়ে নিষ্পত্তি বেশি

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ জুন ২০২৫, ০৭:৫৯ পিএম

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, এই সরকারের আমলে যে পরিমাণ মামলা হয়েছে তারচেয়ে বেশি মামলা নিষ্পত্তি হয়েছে।

রোববার (২২ জুন) হোটেল ইন্টার কন্টিনেন্টালে সুপ্রিম কোর্ট আয়োজিত ‘জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইফিসিয়েন্সি’ নামক এক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, বিচার বিভাগকে অন্যের অবকাঠামো ছাড়া চলার সক্ষমতা অর্জন করতে হবে। এসময় তিনি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের দাবি জানাই।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, বিচার বিভাগে আর্থিক ও বুদ্ধিবৃত্তিক দুর্নীতি দূর করতে এবং এসব অপরাধের সঙ্গে যারা জড়িত তাদেরকে জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি করতে হবে।

তিনি আরও বলেন, এই সরকারের সময় রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে বিচার করা হচ্ছে না। বিগত দশমাসে একটি গুমের ঘটনাও ঘটেনি। ক্রসফায়ার হয়নি। মামলায় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। কিন্তু এগুলো বিগত সরকারের সময়ে অহরহ হয়েছে।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি সারাদেশে ঘুরে ঘুরে সব কিছুই দেখেছেন। আপনি একটা সভ্য সমাজ গড়তে চাচ্ছেন। আপনার এসব চাওয়াকে পজিটিভ হিসেবে দেখছি।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ মুগ্ধসহ হাজারো শহীদের ময়না তদন্ত করা হয়নি। এগুলো ভেবে দেখবেন।

এআইএম/এফএ