images

রাজনীতি

সিইসির সঙ্গে হাসনাত ও পাটোয়ারীর সাক্ষাৎ, কথা হলো যা নিয়ে

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন ২০২৫, ০৭:২৯ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৫টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন এবং প্রবাসী ভোটারদের ভোটাদান পদ্ধতি নিয়ে  প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করেছেন হাসনাত আবদুল্লাহ ও নাসির উদ্দিন পাটোয়ারী। 

ইসির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, এনসিপির এই দুই নেতারসহ আরও কয়েকজন বিকেল অনুমানিক ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে যান। ঘণ্টাখানেকের মতো সিইসির সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যা ৬টার দিকে তারা বের হয়ে যান। 

বৈঠকে হাসনাত ও নাসির উদ্দিন তাদের দলের নিবন্ধন ও প্রবাসীদের ভোটদান পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন বলে জানান ইসির কর্মকর্তারা।

ইসি ভবন থেকে বের হওয়ার সময় কথা হয় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সঙ্গে। 

তিনি ঢাকা মেইলকে বলেন, ‘আমরা এসেছিলাম প্রবাসীদের ভোটদান পদ্ধতি নিয়ে আলোচনা করতে। আমরা বলেছি- যে পদ্ধতিতে সবচেয়ে বেশি প্রবাসীকে ভোটারের আওতায় আনা সম্ভব হবে, সে পদ্ধতি গ্রহণ করতে।’ 

দল নিবন্ধনের আবেদন কবে জমা দেবেন জানতে চাইলে নাসির উদ্দিন ঢাকা মেইলকে বলেন, ‘আমরা আগামী রোববার (২২ জুন) দল নিবন্ধনের জন্য আবেদন জমা দেব।’

এমএইচএইচ/এইচ