জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ জুন ২০২৫, ০৮:১৬ পিএম
ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের প্রথম দিন শেষে বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। ঐক্যমত হওয়া গুরুত্বপূর্ণ বিষয় হলো- সংসদীয় গুরুত্বপূর্ণ চারটি স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দল পাবে।
এর বাইরে বিরোধী দলগুলোর সংসদ সদস্যের সংখ্যানুপাতে অন্য জনগুরুত্বপূর্ণ কমিটিগুলোতে সভাপতির পদ দেওয়া হবে।
মঙ্গলবার (১৭ জুন) বেইলি রোড অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনার বিরতিতে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘এসব বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনায় সবাই একমত হয়েছে।’
সালাহউদ্দিন বলেন, ‘একটি সিদ্ধান্তে আসা গেছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেটস কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটিসহ অন্যান্য কিছু জনগুরুত্বপূর্ণ বিষয়–সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলের মধ্যে আসনের সংখ্যানুপাতে বিরোধী দল প্রাপ্ত হবে। এ বিষয়ে মোটামুটি সবাই একমত হয়েছে।’
এই কমিটিগুলোর সভাপতির পদ সাধারণত সরকারি দল থেকে দেওয়া হয়। তবে কিছু রাজনৈতিক দলের দাবি ছিল, এই চারটি কমিটির সভাপতি পদ বিরোধী দল থেকে দেওয়া হলে ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংসদ সদস্যদের আস্থা ভোটের বিষয়ে সালাহউদ্দিন বলেন, ‘সংসদ সদস্যরা আস্থা ভোটের ক্ষেত্রে অর্থবিল ও সংবিধান সংশোধন ব্যতীত অন্য সব বিষয়ে স্বাধীনভাবে মতামত ও ভোট দিতে পারবেন। জাতীয় নিরাপত্তা ইস্যুতে সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না, এ বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে।’
জাতীয় সংসদে ৩০০ আসনের বাইরে সংরক্ষিত ১০০ নারী আসনের বিষয়ে সব রাজনৈতিক দল মোটামুটি একমত বলেও জানিয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় জামায়াতে ইসলামী ছাড়া বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ অন্য রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে।
বিইউ/এএইচ