images

রাজনীতি

ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াত অংশ না নেওয়ায় নানা গুঞ্জন

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ জুন ২০২৫, ০৭:০৬ পিএম

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অসমাপ্ত আলোচনায় মঙ্গলবার (১৭জুন) অংশ নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলো আলোচনায় অংশ নিয়েছে। 

এদিকে বৈঠকে জামায়াত অংশ না নেওয়ায় নানা গুঞ্জন শুরু হয়েছে। লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যকার বৈঠক শেষে যৌথ ঘোষণা নিয়ে ‘চটেছে’ দলটি। এরই প্রতিবাদে জামায়াত বৈঠকে অংশ নেয়নি বলে শোনা যাচ্ছে।

তবে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে আগামীকাল (বুধবার) থেকে জামায়াত যোগ দেবে বলে আশাপ্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আরও পড়ুন: একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা: জামায়াত

মঙ্গলবার (১৭জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাপ্রকাশ করেন।

শফিকুল আলম বলেন, ‘আমরা সম্পূর্ণ নিরপেক্ষে। জুলাই আন্দোলনে যারা অংশীদার, আমরা সবার জন্য সমানভাবে কাজ করছি। আশা করছি আগামীকাল জামায়াত বৈঠকে আসবে।’

এর আগে মঙ্গলবার (১৭ জুন) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের অসমাপ্ত আলোচনা শুরু হয়।

আরও পড়ুন: নৈরাজ্য সৃষ্টি করে জনগণের ভালোবাসা পাওয়া যায় না: বুলবুল

কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে জামায়াত থাকবে না- এ বিষয়ে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ হিসেবে দলটি বলেছে, প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ ঘোষণার মাধ্যমে জামায়াতকে ‘ইগনোর’ করা হয়েছে বলে মনে করে দলটি। 

অবশ্য ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দুই ঘণ্টা পরে হলেও জামায়াতকে বৈঠকে যোগ দিতে অনুরোধ করা হয় বলে জানা গেছে। কিন্তু সংশ্লিষ্টরা দলটির নেতাদের ফোন করলেও কোনো সাড়া পায়নি।

জামায়াতে ইসলামী বাদে আজকের (মঙ্গলবার) বৈঠকে বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ অন্য রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে।

বিইউ/এএইচ