নিজস্ব প্রতিবেদক
১৭ জুন ২০২৫, ০৪:৩৮ পিএম
সৎ, যোগ্য ও আদর্শিক নেতৃত্ব ছাড়া জনগণের কল্যাণ সম্ভব নয় উল্লেখ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘নৈরাজ্য সৃষ্টি করে কখনো জনগণের ভালোবাসা পাওয়া যায় না।’
তিনি মনে করেন, ‘যারা নিজেদের দলের কর্মীদেরই নিরাপদ রাখতে পারে না, তারা দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।’
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের ‘অফিস ওয়ার্ড’ শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, ‘৫ আগস্ট ফ্যাসিবাদ আওয়ামী লীগের পতনের পর থেকে একটি মহল সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট ও নৈরাজ্য সৃষ্টি করছে। পত্র-পত্রিকার রিপোর্টে আমরা দেখেছি, চাঁদার টাকা ভাগাভাগি ও ভূমি দখলের দ্বন্দ্বে নিজেরাই শতাধিক নেতাকর্মীকে হত্যা করেছে। এমনকি একজন বাবা শুধুমাত্র অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দিতে অস্বীকৃতি জানানোয় খুন হয়েছেন। যারা এভাবে নিজ দলের সদস্যদের জীবন ঝুঁকিতে ফেলছে, তারা কখনো সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারবে না।’
বুলবুল বলেন, ‘ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে। সেইসঙ্গে এই উৎসব অর্থনৈতিক শোষণ ও বৈষম্য দূর করে তাকওয়া ভিত্তিক সমাজ গঠনের শিক্ষা দেয়। ইসলামী আদর্শ বাস্তব জীবনে অনুসরণ করলেই সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব হবে এবং তাতেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে।’
হযরত ইব্রাহীম (আ.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে এই জামায়াত নেতা বলেন, ‘শোষণমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের আরও বেশি সক্রিয় ভূমিকা রাখতে হবে। আমাদের নেতাকর্মীরা মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা করে মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে, যা কেবল নৈতিকতা ও দায়িত্ববোধ থেকেই সম্ভব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগরীর কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান। সভাপতিত্ব করেন অফিস ওয়ার্ড সভাপতি মো. আজিজুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড সেক্রেটারি মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে অফিস ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টিএই/এএইচ