images

রাজনীতি

সংসদে সংরক্ষিত নারী আসন বাতিলের পক্ষে সারজিস, কারণ...

ঢাকা মেইল ডেস্ক

১৫ জুন ২০২৫, ১০:৫৮ পিএম

জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসন বাতিলের পক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তার বদলে নারীদের আসন সংখ্যা ১০০ করার কথা বললেন, যারা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাবেন।

রোববার (১৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এমন মতামত তুলে ধরেন জুলাই বিপ্লবের অন্যতম এই সংগঠক।
  
সারজিস লিখেছেন, ‘সংসদে নারীদের সংরক্ষিত আসনের নামে- সকল পক্ষকে খুশি রাখা, স্বজনপ্রীতি করা, প্রাইজ পোস্টিং দেওয়া; নারীর প্রকৃত ক্ষমতায়ন থেকে নারীকে দূরে রাখার অপ্রত্যাশিত বিভিন্ন প্রক্রিয়া।’

Capture

তিনি লেখেছেন, ‘সরাসরি জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি যেভাবে মাঠ থেকে রাজনীতিতে অংশগ্রহণ করে, জনগণের কাছে ছুটে যায়, জনগণের নিকট দায়বদ্ধ থাকে এবং একটি নির্দিষ্ট আসনের জনসম্পৃক্ত বিভিন্ন কাজে সরাসরি অংশগ্রহণ করে, সেটা সংরক্ষিত আসনের কোনো সংসদ সদস্য করতে পারে না।’ 

তাই নারীর প্রকৃত ক্ষমতায়ন চাইলে সংরক্ষিত নয় বরং জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে অন্তত ১০০ জন নারীর প্রতিনিধিত্ব সংসদে প্রয়োজন বলে মনে করেন সারজিস। তিনি লিখেছেন, ‘সেক্ষেত্রে আসন সংখ্যা ৩০০+১০০=৪০০ হতে পারে।’

সবশেষে এনসিপির এই নেতা ছন্দ আকারে লিখেছেন, ‘আমার ভোটে সরাসরি, সংসদে যাবে যোগ্য নারী।’

এএইচ