images

রাজনীতি

লন্ডন পৌঁছেছেন জুবাইদা, বিমানবন্দরে স্বাগত জানালেন তারেক

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ জুন ২০২৫, ১২:০৯ পিএম

লন্ডন পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। সেখানেই পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি।

বাংলাদেশ সময় শুক্রবার (৬ জুন) তিনি লন্ডনে পৌঁছালে বিমানবন্দরে স্ত্রীকে ফুল হাতে স্বাগত জানান তারেক রহমান।

এর আগে পরিবারের সঙ্গে এক মাস ব্যস্ত সময় কাটানোর পর বৃহস্পতিবার যুক্তরাজ্যে ফিরে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে আসার সময় দুই ছেলের স্ত্রীরাও এসেছিলেন। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সন্তানদের নিয়ে আগেই চলে গেছেন। বৃহস্পতিবার গেলেন বড় ছেলের স্ত্রী।

Jubaida_
এক মাস পর লন্ডনে ফিরে যান জুবাইদা। ছবি: সংগৃহীত

১৭ বছর পর দেশে ফিরে ডা. জুবাইদা রহমান মায়ের প্রতিষ্ঠিত স্কুল সুরভীর ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন। এছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশনের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বাইরে তেমন কোনো কর্মসূচিতে অংশ নেননি।

বিইউ/জেবি