images

রাজনীতি

বৃষ্টি উপেক্ষা করে নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

২৯ মে ২০২৫, ১২:৪৩ পিএম

বৃষ্টি উপেক্ষা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থক ও ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। তাদের দাবি—ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতে ইশরাক হোসেনকে দ্রুত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের সুযোগ দিতে হবে।

বৃহস্পতিবার (২৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবনের মূল ফটকে শুরু হয় এই কর্মসূচি। কিছুক্ষণ পর দক্ষিণ ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে আরও সমর্থক যোগ দেন বিক্ষোভে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে নগর ভবনের সামনের এলাকা। তারা বলেন, ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘মেয়র নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘নগরপিতা ইশরাক ভাই, আমরা তোমার পাশে আছি।’

এর আগে, গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে শুরু হয় ধারাবাহিক অবস্থান কর্মসূচি। এর ফলে কার্যত অচল হয়ে পড়ে ডিএসসিসির স্বাভাবিক কার্যক্রম।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে বিজয়ী হন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তবে ২০২৫ সালের ২৭ মার্চ নির্বাচন-পরবর্তী এক রায়ে ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল ওই ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তার মেয়র পদে নিয়োগ চূড়ান্ত করে।

তবে শপথ অনুষ্ঠানের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। কারণ, এ নিয়ে হাইকোর্টে একটি রিট করা হয়, যার আবেদনকারী ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকার একজন নাগরিক, মো. মামুনুর রশিদ। তিনি ১৪ মে হাইকোর্টে আবেদন করেন, যাতে ইশরাককে শপথ নিতে না দেওয়া হয়।

গত বৃহস্পতিবার হাইকোর্ট ওই রিট খারিজ করে দিলে ইশরাকের সমর্থকেরা আন্দোলন স্থগিত করেন ২৪ থেকে ৪৮ ঘণ্টার জন্য। তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। নির্ধারিত সময় শেষে আবারও শনিবার থেকে আন্দোলনে ফেরেন তারা।

এদিকে, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সোমবার আপিল বিভাগে যান রিটকারী আইনজীবী। তিনি আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন। একই দিন স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত শপথ অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানিয়ে ‘তাগিদ নোটিশ’ পাঠান ইশরাকের আইনজীবী মাহবুব উদ্দীন খোকন।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইশরাক নিজেও। এক ফেসবুক পোস্টে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। তার সমর্থকেরাও আন্দোলনে সেই দাবি তোলেন।

নগর ভবনের সামনে আন্দোলন চলতে থাকায় ডিএসসিসির কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। সমর্থকদের দাবি, আদালতের রায় স্পষ্ট। তাই আর দেরি না করে দ্রুত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা করতে হবে।

এমআই/এইউ