images

রাজনীতি

শপথের বাধা দূর, এবার কী করবে ইশরাকের অনুসারীরা?

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ মে ২০২৫, ০২:৩৭ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঘোষণার পর নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রিট খারিজের খবর ছড়িয়ে পড়তেই রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েন। অনেককে মিছিল করতে দেখা যায় মৎস্য ভবন এলাকা পর্যন্ত। স্লোগান, হাততালি, উচ্ছ্বাস—সব মিলিয়ে মুহূর্তেই আন্দোলনের পরিবেশে উদ্দীপনার নতুন ঢেউ ওঠে।

তবে এখানেই শেষ নয়। আন্দোলন এখন মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবির গণ্ডি পেরিয়ে নতুন দিকে মোড় নিচ্ছে। এখন নেতাকর্মীরা জোরালোভাবে দাবি করছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ।

বৃষ্টিতে ভিজেও আন্দোলনে অংশ নিচ্ছেন ইশরাকের সমর্থকরা। তাদের কণ্ঠে শোনা যাচ্ছে— ‘এক দফা, এক দাবি—উপদেষ্টাদের পদত্যাগ চায়’। আন্দোলনকারীরা বলছেন, যতক্ষণ না দুই উপদেষ্টা নিজ থেকে পদত্যাগ করছেন, ততক্ষণ তারা রাজপথ ছাড়বেন না।

বুধবার সন্ধ্যায় আন্দোলনকারীদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে ইশরাক হোসেন বলেন, ‘আমি মেয়র হলাম কি না, সেটি বড় বিষয় নয়। আসল বিষয় হলো—এই সরকার নিরপেক্ষ নয়, সেটি আজ পরিষ্কার। এই সরকারে থাকা দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম রাজনৈতিক পক্ষপাত দেখাচ্ছেন। তারা যেন পদত্যাগ করে দলীয় রাজনীতি করেন, কিন্তু সরকারের জায়গায় থেকে নয়।’

বৃহস্পতিবার ফেসবুক পোস্টেও আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান ইশরাক। তিনি লেখেন, ‘এইসব মূলা দিয়ে গাধা বসানো যায়, আমাদের নয়। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। রাস্তা ছাড়বেন না, বরং আরও বিস্তৃত করতে হবে।’

ইশরাকের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এখন তাদের প্রধান দাবি হয়ে উঠেছে উপদেষ্টাদের পদত্যাগ। শপথ অনুষ্ঠান গুরুত্বপূর্ণ হলেও আন্দোলনের মূল চাহিদা এখন ওই দুই উপদেষ্টাকে সরানো।

তবে এখনো কোনো নতুন কর্মসূচি ঘোষণা করা হয়নি। তবে আন্দোলনকারী নেতাকর্মীরা জানিয়েছেন, প্রয়োজনে কর্মসূচির পরিধি আরও বাড়ানো হবে। তারা রাজধানীর বিভিন্ন মোড়েও আন্দোলন ছড়িয়ে দেওয়ার চিন্তা করছেন।

বিইউ/এইউ