images

রাজনীতি / সারাদেশ

কুমিল্লায় হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি

জেলা প্রতিনিধি

২১ মে ২০২৫, ১১:২৪ এএম

কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিককালে এমন বক্তব্যকে কুরুচি পূর্ণ মন্তব্য করে এর প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে হাসনাতের নিজ এলাকার দেবীদ্বার উপজেলার বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠন।

এছাড়া কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি, কুমিল্লা মহানগর বিএনপি, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ হাসনাতের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ করে। কুমিল্লা জেলায় হাসনাত আবদুল্লাহকে অবাঞ্ছিত করেছে।

 কুমিল্লা- ৪ দেবীদ্বারের চার বারের সাবেক সংসদ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সির নির্দেশে এ বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেন তার ছেলে কুমিল্লা জেলা উত্তর বিএনপির সিনিয়র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী।

মঙ্গলবার( ২০ মে) বিকেল সাড়ে ৪টায় তার নিজ বাসভবন গুনাইঘর থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়ক দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বরে এসে সমাবেশ ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। দুপুর থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকলেও তা অপেক্ষা করে হাজারও মানুষ এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

এ সময় ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বক্তব্যকে সমর্থন জানিয়ে, হাসনাত আব্দুল্লাহকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার দাবি করেন। তিনি বলেন, হাসনাত দেবীদ্বারের মাটি বিএনপির ঘাটি, দেবীদ্বারের মাটি মন্জুরুল আহসান মুন্সির ঘাটি, তিনি সাত দিনের আলটিমেটামকে সমর্থন করে ক্ষমা চাওয়ার দাবি করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা উত্তর বিএনপির মহিলা সভাপতি সুফিয়া বেগম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজুদ্দিন চেয়ারম্যান (সাজু) পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবীর আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নজরুল ইসলাম, উপজেলার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুকবল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সাইফুলসহ উজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী।

আরও পড়ুন

বিএনপি-এনসিপি মুখোমুখি, উত্তাপ বাড়ছে রাজনীতিতে

এর আগে (২০ মে) সোমবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির বিভাগীয় নেতারা তার বক্তব্যকে ‘শিশুসুলভ’,‘রাজনৈতিক অপরিপক্বতার বহিঃপ্রকাশ’ এবং ‘মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ’ হিসেবে আখ্যা দেন। ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

এদিকে কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, গত ১৬ মে কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ (এনসিপির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক) বলেছেন- কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শিশুসুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্কতার কারণে শিশুসুলভ বক্তব্য দিয়েছেন। তাহার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি।

তিনি বলেন, হাসনাত আব্দুল্লাহ বর্তমানে কিংস পার্টির (রাজার পার্টি) খ্যাত এনসিপির মুখপাত্র। তার মতো ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি হবে না। রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্য দল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হয়। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপির কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিম ভুঁইয়া বলেন, হাসনাত আব্দুল্লাহ যদি অতি দ্রুত সময়ের মধ্যে যদি বক্তব্য প্রত্যাহার না করে দুঃখ প্রকাশ না করে এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে ক্ষমা না চায় তাহলে তাকে কুমিল্লায় কোনো অনুষ্ঠান করতে দেবে না। তাকে কুমিল্লার মাটিতে পা রাখতে দেওয়া হবে না। কিন্তু আমরা তাকে এখনও অবাঞ্ছিত ঘোষণা করিনি। তাকে আমরা স্পেস খালি রেখেছি। যদি বিএনপির কাছে ক্ষমা না চায় তাহলে অবাঞ্ছিত করা হবে।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এ সকল ছেলেমানুষি নেতাদের রাজনীতির মাঝে নামিয়ে সরকারকে বিতর্কিত করছেন। সরকারের উচিত তাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। সরকার নির্বাচনকে যত বিলম্বিত করবে ততই দেশের জনগণের আস্থা হারাবে। জনগণ চায় নির্বাচন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমিন-উর-রশিদ ইয়াছিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ বিএনপির জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

পদত্যাগের দাবি থেকে সরে আসার সুযোগ নেই, আসিফ-মাহফুজকে ইশরাক

উল্লেখ্য, গত ১৬ মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জুলাই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৫ আগস্টের আগে আওয়ামী লীগ যেভাবে স্বাভাবিক অবস্থায় জীবন যাপন করতো, এখন এসেও স্বাভাবিক অবস্থায় জীবন যাপন করছে—এটা আমাদের ব্যর্থতা।

তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করতে পেরেছি কিন্তু আওয়ামী লীগের যে ডোনার, আওয়ামী লীগের অর্থ ব্যবস্থা, সেটা এখনও অক্ষত। আমি কুমিল্লায় আছি, যে উপজেলায় আছি, সেই উপজেলায় আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে।

উল্লেখ্য,গত ১৬ মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জুলাই সমাবেশে সভাপতির বক্তব্যের হাসনাত আব্দুল্লাহ বলেন ‘কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে।’ এমন বক্তব্যকে ঘিরে সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা বলেন, এ ধরনের বক্তব্য শুধু মিথ্যাচার নয়, এটি একটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত, দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর উক্তি।

প্রতিনিধি/এসএস