images

রাজনীতি

সিনিয়র নেতাদের নিয়ে যৌথসভা ডেকেছে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ মে ২০২৫, ১২:১৮ পিএম

দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয়ে আলোচনা করতে যৌথসভা আহ্বান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব, যুগ্ম-মহাসচিব, ঢাকার উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা এই সভায় অংশ নেবেন।

মঙ্গলবার (২০ মে) বেলা ২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এই যৌথসভা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি আরও জানান, ব্যাংককে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়ালি এই সভায় যুক্ত হবেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, যৌথসভায় সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, দলের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিবরা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত থাকবেন। একই সঙ্গে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবদেরও অংশ নিতে বলা হয়েছে।

সভা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা আলোচনা গণমাধ্যমকে জানানো হবে বলেও জানিয়েছে বিএনপি।

দলটির একাধিক নেতার মতে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচি নিয়ে এই যৌথসভায় গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। 

বিইউ/এইউ