জেলা প্রতিনিধি
১৯ মে ২০২৫, ০৯:৫৬ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ নিতে না দিলে বড় ধরনের গণআন্দোলনের সৃষ্টি হতে পারে। আজ অথবা আগামীকালের মধ্যেই ইশরাকের শপথ আয়োজনের আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ মে) সিলেট বিভাগীয় বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেল ৩টায় নগরের পূর্ব শাহী ঈদগাহ এলাকার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয়।
ইশরাককে মেয়র ঘোষণা না করা নিয়ে সালাহউদ্দিন বলেন, ‘আমি আহ্বান করছি, আজ বা আগামীকালকের মধ্যে আদালতের রায়ে নির্বাচিত এবং ইসি গেজেটভুক্ত ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় ঢাকায় চলমান আন্দোলনের সূত্র ধরে আরও বড় আন্দোলন গড়ে উঠতে পারে।’
তিনি বলেন, ‘একজন ব্যক্তি আদালতের রায়ে নির্বাচিত, নির্বাচন কমিশন তার নামে গেজেট প্রকাশ করেছে—তাকে শপথ গ্রহণ করানো হচ্ছে না। নানান কলাকৌশলে বিষয়টি ঠেকানোর চেষ্টা চলছে। তাহলে এটা কি আইনের শাসন? আমরা কিসের শাসনের জন্য অপেক্ষা করছি?’
প্রধান উপদেষ্টার প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘প্রফেসর ইউনূস সাহেব এবং তার অধীনস্থ একজন অল্পবয়স্ক উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন—তারা ভাবছেন, আদালতের আদেশ, ইসি’র গেজেট মানবেন না। অথচ আমরা শুরু থেকেই এই সরকারকে সহযোগিতা করে আসছি। কিন্তু এর মানে এই নয় যে আমরা দাসখত দিয়ে দিয়েছি—আপনারা যা খুশি তা-ই করবেন, আর আমরা মেনে নেব।’
জাতীয় সংসদ নির্বাচনের দাবি তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচনের কোনও বিকল্প নেই। এখনকার উপদেষ্টারা বলছেন, তারা নাকি জনগণের দ্বারা নির্বাচিত! কেউ কেউ বলছেন, ‘গণ-অভ্যুত্থান নাকি তাদের নির্বাচিত করেছে।’ একজন নারী উপদেষ্টাও এ ধরনের কথা বলেছেন—আমি তার নাম বলতে চাই না।’
তিনি আরও বলেন, ‘আপনি (ড. ইউনূস) যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিন। এতে আপনার সম্মান রক্ষা পাবে, দেশ একটি রাজনৈতিক স্থিতিশীলতার দিকে এগোবে, ব্যবসা-বাণিজ্য সচল হবে, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে উঠবে।’
উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘আপনার কিছু উপদেষ্টা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত। আমরা বিষয়গুলো আপনাকে জানিয়েছি। এখন আপনি ব্যবস্থা নিন, না হলে আমরা নিশ্চিত নই, আপনি নিজেও কতটা সম্মান নিয়ে থাকবেন।’
সতর্ক করে সালাহউদ্দিন বলেন, ‘আমি খুব নরম ভাষায় বলছি, মাননীয় প্রধান উপদেষ্টা। কথা আপনার কানে পৌঁছাতে পারে, না-ও পারে। যদি পৌঁছায়, ভালো। না পৌঁছালে, সেটা সবার জন্য খারাপ হবে। আপনারা যে পথে হাঁটছেন, সেটি গণতন্ত্রবিরোধী। আপনারা কথা বলছেন গণতন্ত্রের বিরুদ্ধে, কাজ করছেন আইনের শাসনের বিপরীতে।’
বিএনপিতে আওয়ামী লীগ নেতাদের যোগদান প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে বলছেন বিএনপিতে আওয়ামী লীগ নেতাদের টেনে আনা হচ্ছে। কিন্তু বিএনপির কি এতই খরা পড়েছে? যে আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নেই, যার হাতে রক্ত লেগে আছে—তাদের কেন আমাদের দলে আনতে হবে?’
প্রতিনিধি/একেবি