images

রাজনীতি

ছোট ভাইয়ের বাসায় গেলেন খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ মে ২০২৫, ১০:১৭ পিএম

আগের চেয়ে সুস্থবোধ করায় পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

শনিবার (১০মে) রাতে গুলশান-২ নম্বরে শামীম ইস্কান্দারের বাসায় গিয়েছেন তিনি।

ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন।’

চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফেরার পর কয়েকদিন বাসায় পূর্ণ বিশ্রামে ছিলেন খালেদা জিয়া। বের হলেন আজ। 

বিইউ/এএইচ