নিজস্ব প্রতিবেদক
০৯ মে ২০২৫, ১২:১৩ এএম
আওয়ামী লীগের সহযোগী দুটি শীর্ষ সংগঠন—যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ—নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (৮ মে) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। প্রায় এক সপ্তাহ আগেই প্রক্রিয়াটি শুরু করা হয়েছে। এখন সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিষেধাজ্ঞার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’
তিনি আরও লেখেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধকরণ ও রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করাই আসন্ন জুলাই মাসের গণ-অভ্যুত্থানের মূল অঙ্গীকার।’
প্রতিনিধি/একেবি