images

রাজনীতি

খালেদা জিয়া ভালো আছেন, জাতির প্রয়োজনে নেতৃত্বও দেবেন: ডা. জাহিদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ মে ২০২৫, ০৩:১৩ পিএম

দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে শারীরিকভাবে অনেকটা ভালো আছেন। একইসঙ্গে পারিবারিক আবহে থাকায় মানসিকভাবেও তিনি আগের চেয়ে ভালো। এমন তথ্য জানিয়ে তার পূর্ণ সুস্থতার জন্য দোয়া চেয়ে ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জাতির প্রয়োজনে নেতৃত্বও দেবেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার রাজনীতিতে সক্রিয়তার বিষয়ে জিয়া পরিবারের ঘনিষ্ঠ এই নেতা বলেছেন, ‘একজন নেত্রী বলতেন উনি (খালেদা জিয়া) যায় না কেন, যায় না কেন? এখন উনিই চলে গেছেন। আর বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে সুস্থ হয়ে ফিরে এসেছেন। দেশনেত্রী জাতির যখনই প্রয়োজন হবে তখনই নেতৃত্ব দেবেন।’

মঙ্গলবার (০৬ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজার সামনে লন্ডন থেকে চিকিৎসা শেষে ফেরার পর আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ।

এসময় খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ। ওনার জন্য সবাই দোয়া করবেন।

এই চিকিৎসক বলেন, লন্ডনে যাওয়ার পর থেকে তারেক রহমান তার মায়ের চিকিৎসার জন্য যা করেছেন সেজন্য কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি চেয়ারপারসনের মানসিকভাবে প্রশান্তি আনতে কাজ করেছেন তার তিন নাতনি। আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। লন্ডনের বিএনপির নেতাকর্মী, অন্যান্য দলের নেতাকর্মী থেকে শুরু করে অনেকেই দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চেয়ারপারসনও সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

494570426_619465337810655_7788787368569528148_n
খালেদা জিয়াকে নিয়ে বিমানবন্দর থেকে বের হচ্ছেন ডা. জাহিদ হোসেন। 

বর্তমান অবস্থা জানাতে গিয়ে তিনি বলেন, আল্লাহর রহমতের কারণে তিনি অনেকটা শারীরিক ও মানসিকভাবে অনেক ভালো আছেন। লম্বা জার্নি করেছেন, আবার বাসা পর্যন্ত আসতে একটা সময় লেগেছে। তারপরও মানসিকভাবে ভালো আছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

আরও পড়ুন-

চার মাস পর দেশের মাটিতে খালেদা জিয়া

বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বিএনপি ছাড়াও অন্যান্য দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাহিদ হোসেন বলেন, সবাই চেয়ারপারসনকে সুস্থ করার জন্য দোয়া করেছেন, তার প্রতি যে আনুগত্য দেখিয়েছেন, মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।।

বিশেষ করে কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স সেবা দিয়েছেন এজন্য দেশটির আমির ও সরকারের প্রতি খালেদা জিয়া কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানান ডা. জাহিদ।
 
বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা দেয়ার কথা তুলে ধরে ডা. জাহিদ বলেন, সুশৃঙ্খলভাবে কাজ করে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে সব আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই গণমাধ্যমের প্রতি। চেয়ারপারসনকে হাসপাতাল থেকে বাসায় গৃহবন্দী করে রাখার দিন থেকে এখন পর্যন্ত সবসময় আপনারা পাশে ছিলেন। 

বিইউ/ইএ