images

রাজনীতি

ফিরোজার সামনে বিএনপি নেতাকর্মীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক

০৬ মে ২০২৫, ১১:৩৯ এএম

চার মাস পরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার দেশে ফেরার খবরে উজ্জীবিত নেতাকর্মীরা। প্রিয় নেত্রীকে একবার দেখতে রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরোজার সামনে সকাল থেকেই জড়ো হতে শুরু করেছেন দলের শত শত নেতাকর্মী। অপেক্ষার প্রহর গুনছেন।

495659499_1709373706676348_4855490859267889723_n
ফিরোজার সামনে নেতাকর্মীরা। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

মঙ্গলবার (০৬ মে) সকাল ১০টা ৪২ মিনিটে বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হযরত শহজালাল বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরেছেন দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। বিমানবন্দর থেকে সকাল সোয়া ১১টার দিকে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশে রওনা হয়েছেন তারা।

494828528_991650426471867_6417542219503632093_n

সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিমানবন্দর থেকে ফিরোজা পর্যন্ত নিরাপত্তার বলয় তৈরি করেছেন।

নেতাকর্মীরা বলছেন, দেশনেত্রী ফিরেছেন, এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি। খোশগল্পে তুলে ধরছেন বিএনপির বর্ণাঢ্য রাজনৈতিক পদযাত্রা। তবে রাজনীতির মাঠে খালেদা জিয়া কতটা সক্রিয় হবেন এ নিয়ে উৎকণ্ঠাও প্রকাশ করছেন নেতা-কর্মীরা।

495084837_1564696451154698_8567076382096462230_n
ফিরোজার সামনে নেতাকর্মীরা। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

তবে এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা।

আরও পড়ুন-

চার মাস পর দেশের মাটিতে খালেদা জিয়া

এমআই/ইএ