images

রাজনীতি

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলায় বিক্ষোভে উত্তাল ঢাকা, আটক ২

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৫ মে ২০২৫, ১২:১৭ এএম

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

রোববার (৪ মে) রাত ১০টার পর রাজধানীর বাংলামোটর থেকে শুরু হয়ে মিছিলটি টিএসসির উদ্দেশে যায়। বিক্ষোভ মিছিলে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভকারীরা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবি জানান।

এ সময় বিক্ষোভকারীদের ‘হাসনাত, হাসনাত’ বলে স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়া দলটির নেতারা 'আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‌‘আওয়ামী লীগের বিরুদ্ধে, অ্যাকশন টু অ্যাকশন’, ‌‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘নিষিদ্ধ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো’, ‘হাসনাতের রক্ত বৃথা যেতে দেব না’, ‘জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, অ্যাকশন অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন।

Hasnat2
হামলায় রক্তাক্ত হন হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

এর আগে রোববার সন্ধ্যায় গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা হাসনাত আব্দুল্লাহর ওপরও হামলা করে। এতে তিনি রক্তাক্ত হন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এনসিপি এর জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করছে।

এ ঘটনায় দুজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রাতে তাদের আটক করা হয় বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রবিউল হাসান।

আটককৃতরা হলেন, গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহসেদ দিপু।

এদিকে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ অনেক বিশিষ্ট নাগরিকেরাও এ ঘটনার নিন্দা জানিয়েছেন। ঢাকার বাইরেও বিভিন্ন জেলা থেকে বিক্ষোভের পাওয়া যাচ্ছে।

টিএই/জেবি