নিজস্ব প্রতিবেদক
০৪ মে ২০২৫, ০৪:৫১ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, ‘আমাদের বক্তব্য নানা সময়ে ভুলভাবে ছড়ানো হচ্ছে।’
রোববার (৪ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত এক সেমিনারে তিনি এ অভিযোগ করেন।
আরও পড়ুন: বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চাইলেন নাহিদ ইসলাম
নাহিদ বলেন, ‘ভবিষ্যতে রাজনৈতিক দলের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক আরও ইতিবাচক হবে। মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি আমরা সবাই দিচ্ছি। গণমাধ্যমের সংস্কার দ্রুত হওয়া দরকার।’
মিডিয়ার ভেতরে যে ফ্যাসিজম প্রবেশ করেছে তা থেকে বের হওয়ার জন্য রুপরেখা দরকার বলে মনে করেন সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন, ‘মিডিয়ার সুশাসনের বিষয়টি মিডিয়ার ভেতর থেকেই নির্ধারণ করা উচিত। দেশের গণমাধ্যমেও মিস ইনফরমেশন নানাভাবে ছড়ানো হয়েছে। দল হিসাবে আমরা এর ভিকটিম হয়েছি এবং হচ্ছি।’
নাহিদ বলেন, ‘গণমাধ্যমের মালিকানার বিষয়টি সুস্পষ্ট হওয়া দরকার। করপোরেট প্রতিষ্ঠানের মালিকানা থাকায় তারা গণমানুষের কথা বলে না। একজন মালিকের অধীনে কয়টি পত্রিকা থাকতে পারবে, তার নীতিমালা দরকার।’
তিনি বলেন, ‘মুক্ত গণমাধ্যম অতিগুরুত্বপূর্ণ মানদণ্ড। ভবিষ্যত বাংলাদেশে সব ধরণের চাপ থেকে বের হয়ে গণমাধ্যম কাজ করতে পারবে। গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ কমেছে। কিন্তু সামাজিক চাপ তৈরি হয়েছিল। কেন সামাজিক চাপ তৈরি হয়েছে তা বিশ্লেষণ করতে হবে।’
আরও পড়ুন: পদত্যাগের পর নিজের সম্পদের হিসাব দিলেন নাহিদ ইসলাম
নাহিদ আরও বলেন, ‘আমরা কোনো গণমাধ্যম বন্ধের পক্ষে নই। আমরা মুক্ত গণমাধ্যমের পক্ষে। বাংলাদেশে একটি মুক্ত গণমাধ্যম ও সত্যিকারের গণতন্ত্র গড়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করি।’
সেমিনারে নাহিদ ইসলাম ছাড়াও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম, সহসভাপতি নুরুল কবীর, সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এসএইচ/এএইচ