images

রাজনীতি

গত তিন নির্বাচনে জড়িতদের বিচার চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল ২০২৫, ০২:৪৩ পিএম

আওয়ামী লীগ ক্ষমতা ধরে রেখে বিগত যে তিনটি জাতীয় সংসদ নির্বাচন করেছে, এর সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, গত ১৫ বছরে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এজন্য গত তিন নির্বাচনের সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে।

রোববার (২০ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

নাসীরউদ্দীন পাটোয়ারী বলেন, আমরা বলেছি, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের সশরীরে উপস্থিত থাকতে হবে। আরচণবিধি ও নির্বাচনী ব্যয়ের বিধিমালা পরিবর্তন চেয়েছি। কমিশন থেকে এ ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে।

এনসিপির এই নেতা জানান, তারা ঋণখেলাপিদের বিষয়ে নির্বাচনের তিন মাস আগেই সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন।

এমএইচএইচ/জেবি