নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৫, ০২:৩৫ পিএম
নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের নিয়ম সহজীকরণ ও সময় বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাগ্রত পার্টি (বাজপা)।
রোববার (২০ এপ্রিল) ইসি সচিবের কাছে এ সংক্রান্ত লিখিত আবেদন করেছেন দলটির চেয়ারম্যান মো. ইকরামুল হক।
আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২৮ নভেম্বর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণে পরিচ্ছন্ন ও তারুণ্য নির্ভর রাজনৈতিক দল বাংলাদেশ জাগ্রত পার্টি আত্মপ্রকাশ করে। এই স্বল্প সময়ের মধ্যে রাজনৈতিক দলের নিবন্ধন প্রাপ্তির জন্য নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত শর্তসমূহ প্রতিপালন ও পূরণ করা সহজতর নয়। যাহা বাংলাদেশ জাগ্রত পার্টিসহ নবগঠিত সকল রাজনৈতিক দলের জন্য কষ্টসাধ্য বিষয়।
এছাড়া নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রাপ্তির লক্ষে কমিশন প্রদত্ত গণবিজ্ঞাপ্তির সময় সীমা বর্ধিতকরণ জরুরি হয়ে পড়েছে। অতএব বাংলাদেশ জাগ্রত পার্টিসহ সকল নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রাপ্তির লক্ষে নির্বাচন কমিশনের শর্তসমূহ শিথিল ও গণবিজ্ঞপ্তির সময় বর্ধিত করণে আপনার একান্ত সহযোগিতা কামনা করছি।
২০ এপ্রিল নিবন্ধন আবেদন দেওয়ার শেষ সময়ে দলটি এই আবেদন করল। এ পর্যন্ত অন্তত পাঁচটি দল নিবন্ধনের সময় বাড়ানোর আবেদন করেছে যার মধ্যে জাতীয় নাগরিক পার্টিও রয়েছে।
এমএইচএইচ/জেবি