নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৫, ১২:৫৪ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২০ এপ্রিল) দুপুরে নির্বাচন ভবনে সিইসির দফতরে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী। তার সঙ্গে প্রতিনিধি দলে আরও আছেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন এবং তাজনূভা জাবীন।
এনসিপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা এবং নির্বাচন নিয়ে নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে।
এর আগে, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছে সময় বাড়ানোর আবেদন করে এনসিপি। তারা চায়, দল নিবন্ধনের আবেদনের সময়সীমা আরও ৯০ দিন বাড়ানো হোক।
চিঠিতে এনসিপি অভিযোগ করে, বর্তমান নির্বাচন কমিশন আইন এখনো সরকারের প্রভাবমুক্ত নয়। তারা দাবি করে, অতীত অভিজ্ঞতা অনুযায়ী সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করে জাতীয় নির্বাচন প্রভাবিত করেছে।
চিঠিতে আরও বলা হয়, নির্বাচনকালীন সরকারের অনুপস্থিতি, ভোট ডাকাতি এবং নানা অনিয়ম গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কার, স্বচ্ছতা নিশ্চিত এবং নিবন্ধনের আইন ও বিধিমালার পুনর্মূল্যায়নের দাবি তোলে।
উল্লেখ্য, আইনের নিয়ম অনুযায়ী, যেকোনো রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নিতে হয় যদি তারা নিজেদের প্রতীকে ভোটে অংশ নিতে চায়।
এনসিপিও চায় আগামী নির্বাচনে নিজেদের প্রতীকে লড়তে।
তবে নিবন্ধনের সব শর্ত পূরণ করা এনসিপির জন্য সহজ হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই প্রেক্ষাপটেই দলটি সময় চেয়ে এবং নির্বাচনব্যবস্থার সংস্কারের দাবিতে ইসির সঙ্গে আলোচনায় বসেছে।
কমিশন সূত্র জানায়, আলোচনা শেষে যদি প্রয়োজন হয়, তাহলে দলটির প্রস্তাবগুলো পর্যালোচনায় নেওয়া হতে পারে।
এইউ