images

রাজনীতি / সারাদেশ

বিএনপি দ্রুত দৃশ্যমান বিচার দেখতে চায়: এ্যানি

জেলা প্রতিনিধি

১৮ এপ্রিল ২০২৫, ০৭:২৬ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘হাসিনা পালিয়ে গেলেও, হাসিনার অর্থ পালায়নি। এখনও সবাইকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, বিচার প্রক্রিয়াও দৃশ্যমান নয়। শেখ হাসিনার পরিবারের যারা দুঃশাসন ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আমাদের স্পষ্ট দাবি—আমরা দ্রুত দৃশ্যমান বিচার চাই। পাশাপাশি, নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার চাই।’

তিনি আরও বলেন, ‘বিচার প্রক্রিয়ার মাধ্যমেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কারণ, এদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তারা ঝটিকা মিছিল করে হঠাৎ এসে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়, যাতে জনগণ ভোগান্তিতে পড়ে। জনগণের ক্ষতি করার জন্য এরা ওঁত পেতে আছে। কিন্তু তারা কোনোদিন তাদের ভুলের কথা জনগণকে বলেনি, বরং হুমকি দিচ্ছে—ঝটিকা মিছিল করে দেখিয়ে দেবে। জনগণ তাদের আর সুযোগ দেবে না।’

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির আয়োজনে আমান উল্যাহপুর আয়েশা দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় এ্যানি আরও বলেন, ‘দেশের অবৈধ অস্ত্র এখনও উদ্ধার হয়নি, লুটের অস্ত্রও উদ্ধার হয়নি। তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কীভাবে হবে? যারা ঝটিকা মিছিল করছে, তারা এসব অস্ত্র ব্যবহার করে একটি নতুন শক্তি গড়ে তুলতে চায়। এ ধরনের সুযোগ সরকার দিতে পারে না। কারণ, এই সরকার এসেছে আমাদের আন্দোলনের ফসল হিসেবে। তাই সরকারের কাছে আমাদের প্রত্যাশাও বেশি। আমরা দাবি করছি, অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। তা না হলে, এসব অস্ত্র আবার আমাদের বুকে ব্যবহৃত হবে।’

সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ছৈয়দ রহমান রায়হান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহ্বায়ক শাহ মো. এমরান, সদস্য সচিব মো. মোখলেছুর রহমান হারুন প্রমুখ।

প্রতিনিধি/একেবি