images

রাজনীতি

যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ এপ্রিল ২০২৫, ১০:৪৬ পিএম

বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি ও বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বৃটিশ হাইকমিশনারের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃটিশ হাইকমিশনারের বাসভবনে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাসভীর উল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় উপ-কোষাধ্যক্ষ ও সাবেক বিজিএমইএ পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)।

এরআগে মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ও বাণিজ্য অংশীদারিত্ব জোরদার ও সম্প্রসারণে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি। যুক্তরাজ্য সরকার দেশটির ডনকাস্টার অঞ্চলের নির্বাচিত সংসদ সদস্য ব্যারোনেস রোজিকে গত জানুয়ারিতে বাংলাদেশে তাদের নতুন বাণিজ্য দূত হিসেবে ঘোষণা করেছে।

যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে বাংলাদেশে প্রথম সফরে রোজি উইন্টারটন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, আন্তর্জাতিক বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ দূত অধ্যাপক লুৎফে সিদ্দিকী, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সংশ্লিষ্ট বৈঠকগুলোতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক কীভাবে আরও গভীর হবে এবং পারস্পরিকভাবে লাভজনক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি হবে তার উপর আলোকপাত করা হবে। এছাড়া তিনি বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫-এ অংশগ্রহণ করবেন।

বিইউ/এফএ