নিজস্ব প্রতিবেদক
০৮ এপ্রিল ২০২৫, ০২:২৯ পিএম
আদালতের আদেশে ‘রকেট’ প্রতীকে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি (বিএমজেপি)। এক্ষেত্রে আগামী বুধবার (৯ এপ্রিল) নিবন্ধন সনদ হস্তান্তর করবে সাংবিধানিক এ সংস্থাটি।
মঙ্গলবার (৮ এপ্রিল) ইসি সচিবালয়ের একাধিক সূত্র এ তথ্য জানায়।
ইসি সূত্র জানায়, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে (বিএমজেপি) গত ১১ ফেব্রুয়ারিতে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশ পরিপ্রেক্ষিতে আগামীকাল তাদের প্রতীকসহ (রকেট) নিবন্ধন সনদ হস্তান্তর করা হবে।
জানা যায়, রাজনৈতিক দল হিসেবে বিএমজেপির নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে বিফল হয়ে গত বছর হাইকোর্টে রিট করেন দলটির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল। এর প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে আবেদন খারিজের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং রাজনৈতিক দল হিসেবে বিএমজেপিকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। এরপর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি নিবন্ধন দিতে আদেশ দেয় আদালত।
এমএইচএইচ/জেবি