বোরহান উদ্দিন
৩১ মার্চ ২০২৫, ১১:০১ এএম
- নিজ আসনে ঈদ করছেন বেশিরভাগ নেতা
- ঈদকে ঘিরে জনসংযোগসহ নানা কর্মসূচি করবেন প্রার্থীরা
- স্বৈরাচারের দোসরদের তৎপরতা রুখতে সতর্ক থাকার নির্দেশনা
চার মেয়াদে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকার বেশিরভাগ সময় রাজনীতিতে পুরোপুরি কোণঠাসা ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসময় বিএনপিকে বেশিরভাগ সময় চাপ রাখলেও বেশি ভুগতে হয়েছে জামায়াতকে। একদিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে দলটির একাধিক প্রভাবশালী নেতাকে, কাউকে দেওয়া হয়েছে যাবজ্জীবন; অন্যদিকে কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে সারাদেশে কোথাও প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ পায়নি দলটি। আর সেই জামায়াত এখন রয়েছে ফুরফুরে মেজাজে। কারণ, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বদলে গেছে রাজনীতির হালচাল। নেতারা স্বাভাবিকভাবে পালন করছেন সাংগঠনিক কার্যক্রম। নতুন করে চালু করা হয়েছে সব ইউনিটের কার্যালয়।
প্রায় দেড়যুগ পর স্বাভাবিক জীবনে ফেরা জামায়াতের নেতাকর্মীরা একদিকে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করছেন। অন্যদিকে, আগামী সংসদ নির্বাচনের ঘোষিত প্রার্থীরা নেমেছেন নির্বাচনী মাঠ গোছানোর মিশনে। রমজানজুড়ে অনেক নেতা নিজ নিজ নির্বাচনি এলাকায় ইফতার আয়োজন থেকে শুরু করে দুঃস্থ অসহায়দের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন।
ঈদের পরে পুনর্মিলনীর আয়োজন, নিজ নিজ এলাকার নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ভোটারদের সঙ্গে পরিচয়পর্ব সেরে ফেলতে চান প্রার্থীরা। যাতে করে ভোটের মাঠে কাজ করতে কম বেগ পেতে হয়।
জামায়াতের পক্ষ থেকে ইতোমধ্যে সারাদেশের আসনগুলোতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। নিজ নিজ আসনে এসব নেতারা পোস্টার, ব্যানার-ফেস্টুন দিয়ে সাধারণ মানুষের মাঝে নিজেদের উপস্থিতির জানান দিচ্ছেন। বিশেষ করে কম পরিচিত মুখ যেসব আসনে সেসব আসনের নেতারা বেশি সক্রিয় হচ্ছেন।
দলের পরিচিত ও শীর্ষ নেতাদের আসনগুলোতেও টানানো হয়েছে ব্যানার-পোস্টার। রমজানের সময় পবিত্রতা রক্ষা বার্তা দিয়ে দলের পক্ষ থেকে পোস্টারিং করা হয়েছে। ঈদ কাছাকাছি আসার পর শুভাকাঙ্ক্ষীদের সৌজন্যে প্রার্থী তালিকায় নেতারা ব্যানার টাঙিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।
জানা গেছে, জামায়াতের কেন্দ্রীয় বেশিরভাগ নেতা নিজ নিজ আসনে ঈদ করবেন। বেশ কয়েকজন ওমরা করতে সৌদি আরব আছেন। সেখানেই ঈদ করবেন।
বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার ঢাকা মেইলকে বলেন, দীর্ঘদিন পর স্বৈরাচারের বিদায়ের মধ্য দিয়ে দেশে ঈদ হচ্ছে নিশ্চয়ই এটা সবার জন্য স্বস্তির। সামনে নির্বাচন যেহেতু আমাদের দলের নেতাকর্মী, বিশেষ করে প্রার্থী যারা তারা ঈদের এই সুযোগে নিজেদের মাঠ গোছাবেন এটাই স্বাভাবিক। সেভাবেই নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, গোটা রমজানজুড়েই নানা জনকল্যাণমূলক কাজে, ইফতার মাহফিল, সেবামূলক কাজে প্রার্থীরা ব্যস্ত ছিলেন। ঈদের সময় প্রচারণা, জনসংযোগ এই কাজগুলো তারা অবশ্যই করবেন।
জামায়াত সেক্রেটারি বলেন, দেশে যাতে কোনো স্বৈরাচার কিংবা তাদের দোসররা মাথাচাড়া দিতে না পারে সেজন্য জনগণকে আমরা উদ্বুদ্ধ করা চেষ্টা করেছি। আমাদের জনশক্তিকেও সতর্ক থাকার জন্য বার্তা দেয়া হয়েছে। কারণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার যে লক্ষ্য ঠিক করেছে আমাদের এই কাজে সহযোগিতা করতে হবে।'
এর আগে, ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমানও দেশবাসীকে ঐক্যবদ্ধ এবং দেশবিরোধী সব অপতৎপরতার বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, দেশ থেকে ফ্যাসিবাদী স্বৈরাচার পালিয়ে গেলেও তারা বিদেশে বসে এবং দেশে ঘাপটি মেরে লুকিয়ে থেকে তাদের দোসরদের দিয়ে দেশে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেই যাচ্ছে। দেশে যাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন না হতে পারে সেজন্য নানাভাবে বিতর্ক এবং বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র চালাচ্ছে। তাই দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশবিরোধী সব অপতৎপরতার বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে।
জামায়াত নেতারা কে কোথায় ঈদ করছেন
জামায়াতের প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ঢাকায় নিজ বাড়িতে ঈদ করছেন। পরে তিনি সিলেটে যাবেন।
নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান মক্কায়, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নিজ বাড়িতে, মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিজ বাড়িতে, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানায় নিজ বাড়িতে, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম কুমিল্লার লাকসাম উপজেলার নারায়ণপুর গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নওকৈড় গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ঢাকার বসুন্ধরায়, মাওলানা আব্দুল হালিম কুমিল্লার চৌদ্দগ্রাম, এড. এহসানুল মাহবুব জুবায়ের মক্কায়, অ্যাড. মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালে নিজ বাড়িতে, মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাড. মতিউর রহমান আকন্দ ঢাকার উত্তরায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।
বিইউ/এমএইচটি