images

রাজনীতি / সারাদেশ

যারাই বাধা দিতে আসবে, তাদের প্রতিহত করবেন: নেতাকর্মীদের জিএম কাদের

জেলা প্রতিনিধি

২৪ মার্চ ২০২৫, ১২:৪০ এএম

images

দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমাদেরকে দাবিয়ে রাখার ষড়যন্ত্র চলছে। আমার বিরুদ্ধে হয়রানিমূলক বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে। তাই আমাদের যারা বাধা দিতে আসবে, তাদের প্রতিহত করবেন। মানুষের মনে আমরা আছি এবং মানুষের মনে আমরাই থাকবো। 

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় মজিদা খাতুন মহিলা মহাবিদ্যালয়ে জাপার রংপুর সদর উপজেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

জিএম কাদের বলেন, বিভিন্ন দলের লোককে আমরা আশ্রয় দিয়েছিলাম। বিএনপি বিপদে পড়লে আমরা আশ্রয় দিয়েছি, জামায়াত বিপদে পড়লে আমরা আশ্রয় দিয়েছি। মানুষের সেবা করার চেষ্টা করেছি। আমরা শান্তির রাজনীতি করি। আমরা সহযোগিতার রাজনীতি করি। আমরা বন্ধুত্বের রাজনীতি করি। আমরা ঘৃণার রাজনীতি করি না।

জাপা চেয়ারম্যান বলেন, অনেক স্থানে চাঁদাবাজি, টেন্ডারবাজি আছে, বিভিন্ন জায়গায় অত্যাচার করা হচ্ছে, মানুষের ঘরবাড়ি লুট করা হচ্ছে, বাড়ি ঘর দখল করা হচ্ছে। অথচ রংপুরে মানুষ শান্তিতে আছে। কেননা রংপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ। আমরা এই রংপুরের মানুষের দায়িত্বে ছিলাম।

রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. মাসুদ নবী মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন— জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম ইয়াসির, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম।

এছাড়াও বক্তব্য রাখেন— জাপা নেতা রুহুল আমিন লিটন, মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. আনিছুর রহমান আনিস, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহ্বায়ক মো. ফারুক হোসেন মণ্ডলসহ জাতীয় পার্টি রংপুর জেলা, মহানগর ও রংপুর সদর উপজেলা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিনিধি/এএস