নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২৫, ০৫:৩৬ পিএম
জনতার বাংলাদেশ পার্টি নামের একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ অনুষ্ঠানে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে। কমিটিতে অ্যাডভোকেট সফিকুল ইসলাম সবুজকে চেয়ারম্যান ও অ্যাডভোকেট সাইফুল ইসলামকে মহাসচিব হিসেবে ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে প্রেসক্লাবে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে কমিটির সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট আশরাফুল আলম, হোসেন আলী, সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে অ্যাডভোকেট নিয়ামুল হক তালুকদার, যুগ্ম মহাসচিব হিসেবে অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন, অ্যাডভোকেট মাহবুব আলম, অ্যাডভোকেট আতাউর রহমান রাসেল প্রমুখ।
জনতার বাংলাদেশ পার্টির ২০ দফা হলো—
১. যানজট নিরসন। ২. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। ৩. আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। ৪. কর্মসংস্থান সৃষ্টি। ৫. মাদকদ্রব্য নির্মূল করা। ৬. সুশিক্ষা বা নৈতিক শিক্ষার প্রসার। ৭. দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। ৮. দুর্নীতি রোধ। ৯. মানবাধিকার সুরক্ষা ও নাগরিক হিসাবে সর্বোচ্চ জীবনযাপন করা। ১০. বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ১১. নিরাপদ বাসযোগ্য ভূমি। ১২. রাজনীতিতে টাকার প্রভাব ও পেশিশক্তি কমিয়ে মেধাবীদের অগ্রাধিকার। ১৩. মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। ১৪. কৃষিকে উৎসাহিত করা বা কৃষি বিপ্লব ঘটানো। ১৫. ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সুস্থ মালিক-শ্রমিক সম্পর্ক তৈরি করা। ১৬. ইসলামি ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে ৮ম শ্রেণি পর্যন্ত ধর্মশিক্ষা বাধ্যতামূলক করা। ১৭. জনসংখ্যাকে প্রকৃত মানব সম্পদে রূপান্তরিত করা। ১৮. দেশকে উৎপাদনমুখী করা। ১৯. প্রশাসনকে শক্ত করে স্বনির্ভর বাংলাদেশ গড়া। ২০. দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট সফিকুল ইসলাম সবুজ খান বলেন, আমরা ২০২১ সাল থেকে অনলাইনে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করে আসছি। দেশের ইতিহাসে প্রথম আইনজীবীদের নিয়ে একটা রাজনৈতিক দল গঠন করা হয়েছে। আইনজীবীরা সমাজের বিবেক। তাই তারা জনগণের পালস বুঝে দেশের জন্য সবচেয়ে ভালো কাজ করতে পারবে। আমাদের দল ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে সকল রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া সমাজ ও রাষ্ট্রের স্বার্থে সত্যের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করবে এই দল।
এসএল/এফএ