images

রাজনীতি

বিএনপির উপদেষ্টা পরিষদে আমিনুর রশীদ ইয়াসিন

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ মার্চ ২০২৫, ১২:৩০ এএম

images

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিনকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

হাজী আমিনুর রশীদ ইয়াসিন ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছিলেন।

এদিকে, যশোর জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমকে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসাবে মনোনীত করা হয়েছে।

অধ্যাপক নার্গিস বেগম সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম জননেতা তরিকুল ইসলামের সহধর্মিণী এবং বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের মা।

বিইউ/এমএইচটি