images

রাজনীতি

ষড়যন্ত্র রুখতে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিন: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ ২০২৫, ১১:১৬ পিএম

images

অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে আওয়ামী লীগের দোসররা পার্শ্ববর্তী একটি দেশের সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

বুধবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল মাঠে দারুস সালাম থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ও গণমাধ্যমে বসে থাকা আওয়ামী স্বৈরাচারের দোসররা বিদেশি প্রভুর সহযোগিতায় বাংলাদেশে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার অপচেষ্টা করছে। তারা চেষ্টা করছে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণিত করা যায়।

এসময় অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবেনা জানিয়ে জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে বলে জানান তিনি।

ষড়যন্ত্র রুখতে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, গত ছয় মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীলতা আসেনি। অন্তর্বর্তী সরকারকে আমরা বার বার বলছি দেশে স্থিতিশীলতা ফেরাতে দ্রুত নির্বাচন দিন। জনগণ দ্রুত নির্বাচন প্রত্যাশা করছে। 

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকারই পারবে স্বৈরাচার হাসিনাসহ তার দোসরদের বিচারের মাধ্যমে দেশ পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত করতে। 

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টির সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য হাফিজুল হাসান শুভ্রর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুন্সি বজলুল বাসিত আঞ্জু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, মহানগর যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ, হাজী মো. ইউসুফ, আফাজ উদ্দিন, শাহ আলম ও মাহাবুব আলম মন্টু প্রমুখ।

এমই/এমএইচটি