নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ ২০২৫, ০২:৩৩ পিএম
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করতে গোলমাল তৈরি করছে। বুধবার (১২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের আয়োজনে এক নাগরিক সমাবেশে এই অভিযোগ করেন তিনি। সমাবেশটি ছিল সারাদেশে নারী সহিংসতা, ধর্ষণ, নিপীড়ন, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এবং বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।
ফারুক বলেন, ‘এনসিপি নামক দলটি একেবারেই গোলমাল তৈরি করছে যাতে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হয়। দেশের জনগণ যখন দীর্ঘ সময় ধরে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য আন্দোলন করে যাচ্ছে, তখন এই নতুন দল আবার যেন সেজন্য বাধা সৃষ্টি করছে। জনগণ এ বিষয়ে মন্তব্য করেছে এবং তারা বলছে যে, নির্বাচন বিলম্বিত করার জন্যই এই গোলমাল তৈরি হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারকে স্পষ্টভাবে বলেছে, সংস্কার অবশ্যই করা হবে, তবে সেই সংস্কারের নামে যদি আওয়ামী লীগ এবং তাদের সহায়ক দলগুলো আবার ক্ষমতার সুযোগ নিতে চায়, তবে তাদের উচিত এই প্রচেষ্টা থেকে বিরত থাকা। এই মুহূর্তে সরকারের উচিত নির্বাচন নিয়ে একটি রোডম্যাপ ঘোষণা করা, যাতে জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয় এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।’
ফারুক আরও বলেন, ‘আমার বিরুদ্ধে ৮৪টি মামলা ছিল, ১৬ বছর রাজনৈতিক কর্মকাণ্ডে কাটিয়েছি, ৯ বছর জেলে থেকেছি, স্বাধীনতা সংগ্রামের পরিপ্রেক্ষিতে আমি আজ দাবি করছি—গণপরিষদ নয়, বাংলাদেশে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন দরকার। যেখানে মৃত ব্যক্তির ভোটের কোনো সুযোগ থাকবে না, এবং এমন একটি নির্বাচন হবে, যেই নির্বাচনে সব দলের অংশগ্রহণ থাকবে।’
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ‘আপনি (সরকার) বলছেন গণপরিষদ হবে, কিন্তু আমি জানি না গণপরিষদ কী? আমি জানি, বাংলাদেশের মানুষের ভোট এবং তাদের চাওয়ার বিষয়টি, তাদের একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমরা একটি নির্বাচন চাই, যেখানে সকল ভোটারের ভোট নিরাপদ থাকবে। যেখানে আমরা নির্ভয়ে আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারব।’
সমাবেশে উপস্থিত ছিলেন গণতন্ত্র ফোরামের সভাপতি খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, কৃষক দলের নেতা আব্দুল্লাহ আল নাইম, তাদের দলের অন্যান্য নেতা কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের জাহাঙ্গীর আলম, কাদের সিদ্দিকী, মমিনুর রহমান সুজন ও গণতন্ত্র ফোরামের ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।
এছাড়া, সমাবেশে বক্তারা দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, সামাজিক নিরাপত্তাহীনতা এবং বিচারহীনতার বিরুদ্ধে একযোগভাবে প্রতিবাদ জানান।
ফারুকের বক্তব্যের মাধ্যমে একটি নির্বাচনী রোডম্যাপের দাবি ও সুষ্ঠু নির্বাচনের আর্জি স্পষ্টভাবে উঠে এসেছে। তিনি সরকারের কাছে বিশেষভাবে আহ্বান জানিয়েছেন, যেন জনগণের ভোটাধিকারের প্রতি শ্রদ্ধা রেখে দ্রুত এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হয়।
এমই/এইউ