images

রাজনীতি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক আর নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ মার্চ ২০২৫, ১১:২১ এএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহিদা রফিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

রোববার (০২ মার্চ) সকালে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে কোথায় কখন তার জানাজা ও দাফন হবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি শায়রুল কবির খান।

অধ্যাপক শাহিদা রফিক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী।

রফিকুল ইসলাম মিয়া নানা শারীরিক জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। তবে তার স্ত্রী এতদিন সুস্থ ছিলেন। হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা গেলেন।

বিইউ/এএস