images

রাজনীতি

নাহিদ-আখতারদের নতুন দলকে শুভকামনা জানালেন আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩১ পিএম

images

নাহিদ ইসলাম ও আখতার হোসেনের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি নামে তরুণদের নতুন যে দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেই দলের জন্য শুভকামনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি দলের প্রধান দুই নেতার স্মৃতিচারণ করে তাদের দোয়া দিয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এই শুভকামনা ও দোয়া জানান।

আইন উপদেষ্টার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

২০২৪ এর ভুয়া নির্বাচনের পর খুব মন খারাপ করে থাকতাম। এমন সময় আখতার একদিন আইন বিভাগে এলো। বলে কয়ে আমি তাকে বাড়ি থেকে ঢাকায় আনিয়ে মাস্টর্স শেষ করতে রাজি করিয়েছিলাম। কিন্তু এরপরও ক্যাম্পাস ছেড়ে যাওয়ার কোনো লক্ষণ নাই তার মধ্যে।

আমার গাড়ি থামিয়ে সে সালাম দিলো। তারপর বেশ কিছুক্ষণ কাঁচুমাচু করে দাঁড়িয়ে রইলো। আমি বিরক্ত হলাম। আরও বিরক্ত হলাম যখন সে বলল, নুর-রাশেদদের দল ত্যাগ করে নতুন সংগঠন করবে!

আমি বললাম: আবার নতুন দল! আর কতবার মার খেতে চাও তুমি! 

আরও পড়ুন

জাতীয় নাগরিক পার্টিতে নেতৃত্বের দ্বন্দ্ব কতটা গভীর?

সে মাথা নিচু করে মৃদু হাসতে থাকে। এই অদ্ভূত হাসির কোনো মানে খুজে পেলাম না। বেশি কথা না বলে বাসায় চলে এলাম। কয়েক দিন পর ছাত্রলীগের হাতে মার খেয়ে তার রক্তাক্ত ছবি দেখে দুঃখ আর হতাশায় বুক বিদীর্ণ হলো। সে কি বুঝতে পারছে না কিছু হবে না আর এসব করে!

KKK
আত্মপ্রকাশের অপেক্ষায় নতুন রাজনৈতিক দল। ছবি: সংগৃহীত

বুঝতে আমি-ই পারিনি। নতুন সংগঠন করার কয়েক মাসের মাথায় তারা এক অসম্ভবকে সম্ভব করলো। প্রবল প্রতাপশালী আর নির্মম ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটালো।  

আখতারের সংগঠনের নাহিদ হয়ে উঠলো এই গণঅভ্যুত্থানের প্রধান নেতা। উত্তাল জুলাই-এ আমার এবং আমার মতো লক্ষ মানুষের নেতা!

আরও পড়ুন

তরুণদের নতুন দল এনসিপির শীর্ষ পদে আরও চারজন

তারপর নাহিদের সাথে কাজ করলাম নতুন সরকারে। কতবার যে সে আমাকে বিস্মিত করলো তার যোগ্যতা, বাকসংযম, ব্যক্তিত্ব আর অকল্পনীয় ম্যাচিউরিটি দিয়ে!

নাহিদ থাকে আমার পাশের বাসায়। সে সরকার থেকে পদত্যাগ করার দিন গভীর রাতে তার সবুজ লনের দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। মায়া বড় বিচিত্র বিষয়!  

আজ নাহিদ আর আখতার শুরু করছে নতুন যাত্রা। জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র-তারুণ্যের  প্রত্যাশা পূরণে শুরু হলো তাদের নতুন দলের অভিযাত্রা।

জাতীয় নাগরিক পার্টির সবার জন্য অনেক দোয়া, শুভকামনা।

জেবি