images

রাজনীতি

ছাত্রদের রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা ফেব্রুয়ারিতে

জেলা প্রতিনিধি

২৩ জানুয়ারি ২০২৫, ০৮:৩৮ পিএম

ছাত্রদের আলোচিত রাজনৈতিক দলের ঘোষণা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই আসবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেছেন, জাতীয় নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে কাজ করছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে। ইতোমধ্যে জাতীয় নাগরিক কমিটি ২০০ থানা কমিটি করেছে। জানুয়ারি মাসের মধ্যে চার শতাধিক থানা কমিটি হয়ে যাবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে রংপুর কারমাইকেল কলেজে কাউনিয়া ও পীরগাছায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন জানান, রাজনৈতিক দলের নাম এখনো ঠিক হয়নি। তবে বিভিন্ন জনের কাছ থেকে শতাধিক নামের প্রস্তাব এসেছে। সেগুলো থেকে চূড়ান্ত নামকরণ করা হবে।

আরও পড়ুন

ছাত্ররা দল করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত: বিবিসিকে ফখরুল

আখতার বলেন, আগামী নির্বাচনে অনেকেই আওয়ামী লীগকে নিয়ে আসার একটা পাঁয়তারা করছে। যারা এই চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই দেশের জনগণ সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে। আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না।

Akhter2
আখতার হোসেন শীতবস্ত্র বিতরণ করেন। ছবি: ঢাকা মেইল

দেশের মানুষ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে নতুন রূপে গড়তে চেয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ একটা নতুন সংবিধান প্রত্যাশা করে। সেই জায়গা থেকে সংবিধান তৈরির ম্যান্ডেন্ট গণপরিষদের থাকে। একটি গণপরিষদ নির্বাচন যাতে হয়, সে লক্ষে তারা প্রচার-প্রচারণা চালাচ্ছেন। আমরা মনে করি, বাংলোদেশের সামনে যে নির্বাচন আসছে, সেটা একটা গণপরিষদ নির্বাচন হবে।

আরও পড়ুন

উপদেষ্টা নাহিদের পর মুখ খুললেন আসিফ মাহমুদ!

এসময় জাতীয় নাগরিক কমিটি রংপুরের সংগঠক আলমগীর নয়ন, এম আলমগীর কবির, শেখ রেজওয়ান, এম আই সুমন, খন্দকার ময়নুল হক, রিফাত হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে আখতার হোসেন রংপুরের কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

প্রতিনিধি/জেবি